তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক ফোনালাপে সোমালিয়া ও ইয়েমেনসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
তুর্কি প্রেসিডেন্সির যোগাযোগ অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে, রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত এই ফোনালাপে এরদোয়ান মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার স্বার্থে সোমালিয়া ও ইয়েমেনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ওপর বিশেষ জোর দেন। ইয়েমেনের সাম্প্রতিক অস্থিতিশীলতা নিরসনে বিবদমান পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার ক্ষেত্রে তুরস্কের প্রবল ইচ্ছার কথা তিনি সৌদি যুবরাজকে অবহিত করেন।
উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে দক্ষিণপন্থি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি ইয়েমেনের হাজরামাউত ও আল-মাহরা প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ায় দেশটির পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। সৌদি আরবের সীমান্ত সংলগ্ন এই বিশাল অঞ্চলটি দখলের পেছনে সংযুক্ত আরব আমিরাতের মদত রয়েছে বলে রিয়াদ অভিযোগ করলেও আবুধাবি তা অস্বীকার করেছে। ইয়েমেনের অখণ্ডতা বজায় রাখতে তুরস্ক ও সৌদি আরব উভয় দেশই গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আলাপকালে গাজা পরিস্থিতির ওপরও আলোকপাত করেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি জানান, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর এবং ধ্বংসপ্রাপ্ত ফিলিস্তিনি জনপদ পুনর্গঠনে তুরস্ক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে শীতের প্রকোপ বাড়ায় গাজার মানবিক বিপর্যয় নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। ফোনালাপের শেষ পর্যায়ে এরদোয়ান তুরস্ক ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে বলেন যে, আগামী দিনগুলোতে দুদেশের সম্পর্ক জোরদারে আরও নতুন ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।