তুরস্কের রাজধানী আঙ্কারায় বিমান বিধ্বস্ত লিবিয়ার সেনা প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন । আঙ্কারার এসেনবোয়া বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৮:১০ মিনিটে বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই হায়মানা নামক জেলায় যোগাযোগ বিচছিন্ন হয়ে বিমানটি বিধ্বস্ত হয় ।
![]()
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, লিবার সেনা প্রধানকে বহনকারী (ফ্যালকন ৫০ বিজনেস জেট, 9H-DFJ) বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের পর জরুরী অবতরন করতে চেয়ে সাহায্য চায় । কিন্তু তার আগেই স্থানীয় সময় রাত ৮:৫২ মিনিটে বিধস্ত হয় বলে জানায় আনাদলু এজেন্সি। বিমানাটিতে লিবিয়ার সেনা প্রধান ছাড়াও আরও চারজন ছিলেন ।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে ত্রিপোলিগামী বিমানটি জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিল। লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ তুরস্কের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। সাক্ষাতের পর দেশে ফেরার পথে বিমান দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
https://twitter.com/i/status/2003557867643675116
https://twitter.com/i/status/2003554575652126933