কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার দায় নিয়ে অভিযোগের আঙ্গুল উঠেছিল পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর দিকে। অভিযোগ আছে, মেসি যতক্ষণ মাঠে ছিলেন, ততক্ষণ তার গায়ের সঙ্গে সেঁটে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ। এমনকি মেসিকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন। অবশেষে ঘটনার চারদিন পরে পদত্যাগ করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তবে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে অরূপ লিখেছেন, যুবভারতীর ঘটনায় মমতা যে তদন্ত কমিটি গড়েছেন, তা যাতে ‘নিরপেক্ষভাবে’ অনুসন্ধান করতে পারে, তাই তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চান।
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পাঠানো পদত্যাগপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ইস্তফা গ্রহণ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্রীড়া দপ্তর অন্য কারও হাতে দেয়া হবে না। যতক্ষণ না ‘নিরপেক্ষ’ তদন্ত শেষ হচ্ছে, ততক্ষণ তিনি নিজের হাতেই রাখবেন সেই দপ্তর। অবশ্য মমতা ইস্তফা গ্রহণ করে চিঠিতে ক্রীড়ামন্ত্রীর ‘আবেগ এবং উদ্দেশ্য’-এর প্রশংসা করেন। তার পরেই লেখেন, ‘তিনি (অরূপ) একেবারেই সঠিক। যতক্ষণ না নিরপেক্ষ তদন্ত শেষ হচ্ছে, ততক্ষণ এই দপ্তর আমি দেখবো।’
অরূপ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ দপ্তরেরও মন্ত্রী। তবে অব্যাহতি চেয়েছেন শুধু ক্রীড়া দপ্তর থেকে। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে তার ইস্তফাপত্র গৃহীত হয়ে গেলেও মন্ত্রিসভায় থাকছেন মমতার আস্থাভাজন অরূপ। উল্লেখ্য, যুবভারতীতে বিশৃঙ্খলা নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলেন ঘটনার দিন। তদন্ত কমিটির সদস্যরা সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। কমিটির সুপারিশের ভিত্তিতে সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করা হয়েছে।