গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে শ্রীলঙ্কার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ, পেট্রোলিয়ামমন্ত্রী থাকাকালীন দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। সোমবার কলম্বোর একটি আদালতে এমন অভিযোগ আনা হয়েছে।
অর্জুনা রানাতুঙ্গা এখন দেশের বাইরে রয়েছেন। শ্রীলঙ্কায় ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে- এমনটি জানিয়েছেন ঘুস বা দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) কলম্বোর ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামা।
রানাতুঙ্গা ও তার ভাই দীর্ঘমেয়াদি তেল ক্রয় চুক্তির নিয়ম-কানুনে পরিবর্তন এনেছেন এবং উচ্চমূল্যে স্পট মার্কেট থেকে ক্রয় করেছেন বলে অভিযোগ উঠেছে। নিয়মিত পদ্ধতির বদলে তারা তাৎক্ষণিক (স্পট মার্কেট থেকে) তেল কেনেন।
যে কারণে অনেক চড়া দামে তেল কিনতে হয়েছে শ্রীলঙ্কাকে। এমন অভিযোগই দায়ের করা হয়েছে দুর্নীতি পর্যবেক্ষণ সংস্থায়।
এসব চুক্তি হয়েছে ২০১৭ সালে।
দেশটির দুর্নীতি বা ঘুসের অভিযোগ তদন্ত কমিশন বলছে, ‘২৭টি ক্রয় থেকে রাজ্যের মোট ক্ষতি হয়েছে ৮০ কোটি শ্রীলঙ্কান রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি ৬২ লাখ টাকা)।’