ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ থামাতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে কয়েকটি দেশ। এ তালিকায় নাম লিখিয়েছে তুরস্ক।
দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধ থামাতে ইতোমধ্যে তিনি ২৮ দফা প্রস্তাব দিয়েছেন। যে প্রস্তাব নিয়ে পশ্চিমাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। তারপরও ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামানোর আশা দেখছেন। যদি এই দুই দেশের মধ্যে শান্তি চুক্তি অনুষ্ঠিত হয় তাহলে ইউক্রেনে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি রিঅ্যাসিওরেন্স ফোর্স গঠনের প্রস্তাব উঠেছে। আর এ ফোর্সে অংশ নিতে প্রস্তুত রয়েছে তুরস্ক।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে যে কোনো উদ্যোগে অবদান রাখতে প্রস্তুত।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত মঙ্গলবার একটি নতুন যৌথ টাস্ক ফোর্স ঘোষণা করেছেন।
তিনি আরও বলেন, তুরস্কের ঘনিষ্ঠ সম্পৃক্ততায় এটি ফ্রান্স ও গ্রেট ব্রিটেনের নেতৃত্বে পরিচালিত হবে। এতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রেরও অংশগ্রহণ থাকবে। ন্যাটোতে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী থাকা তুরস্ক এর আগেও জানিয়েছিল, প্রয়োজন হলে তারা ইউক্রেনে শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে সেনা মোতায়েন করতে প্রস্তুত।