বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু হবে আগামী মাসেই। ২৬ ডিসেম্বর শুরু হবে এবারের টুর্নামেন্ট। এর আগে বিসিবি জানিয়েছিল, ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে খেলা। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দল গোছানোর পর্যাপ্ত সময় দিতেই পেছানো হয়েছে শুরুর সময়। এদিকে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের নিলাম। নিলামের আগেই সরাসরি সাইনিংয়ে তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। একই কাজ করছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসও।
এবারের বিপিএলে অংশ নেবে ৬টি দল। নতুন দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালি এক্সপ্রেস। এ ফ্র্যাঞ্চাইজির মালিকানায় আছে দেশ ট্রাভেলস। নিলামের আগে সরাসরি সাইনিংয়ে এর আগেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে নোয়াখালী। এবার তারা দলে নিয়েছে মারকুটে ক্যারিবিয়ান ব্যাটারকে।
নোয়াখালি এক্সপ্রেসের স্কোয়াডে যোগ দিয়েছেন ক্যারিবীয়ান ব্যাটার জনসন চার্লস। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নিজেদের ফেসবুক পেইজে চালর্সের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে দেশ ট্রাভেলসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।
২০২৩ বিপিএলের কুমিল্লাকে শিরোপা জেতাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন এই ক্যারিবিয়ান ব্যাটার। তার নামের পাশে রয়েছে বিপিএলের দুটি সেঞ্চুরিও। তাই টপ অর্ডারে তাকে নিয়েই পরিকল্পনা সাজাতে চায় নতুন দলটি।
এর আগে বিদেশি কোটায় লঙ্কান ব্যাটার কুশাল মেন্ডিসকে দল নিয়েছে নোয়াখালী। আর দেশি কোটায় সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন সৌম্য সরকার ও হাসান মাহমুদ।
প্রসঙ্গত, বিপিএলের নিলামের একদম শেষ মুহূর্তে দল পেয়েছে নোয়াখালী। তারা হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে খালেদ মাহমুদ সুজনকে। সবঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল।