দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি এবং আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ইতিপূর্বে বিএনপি থেকে বহিস্কৃত ৯ নেতাকে দলে ফিরিয়ে নিয়েছে দলটি। শুক্রবার (২৮ নভেম্বর) বিএনপি দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য উদয় কুসুম বড়ুয়া, কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবু সাঈদ পাখী, সাবেক সদস্য মো. আব্দুল মতিন শিরিন এবং রংপুর জেলাধীন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান প্রামানিক এবং সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য গাজী আব্দুল হালিম, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. মুমিনুর রহমান, ফুলতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সাব্বির হোসেন রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শাহিনুর রহমান এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী ফজলুল কবির টিটোকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।
তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। দলীয় সিদ্ধান্তটি ২৮ নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে।