Image description

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়িত হলে ইসরাইলের সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। 

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপেই মূলত চলমান যুদ্ধ বন্ধ করার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

অর্থমন্ত্রী স্মোটরিচ বলেছেন, ‘যদি সরকার যুদ্ধ চালিয়ে না যায় এবং গাজার পুরো অঞ্চল দখল করে শাসন করার পথে না এগোয়, তাহলে আমি সরকার ভেঙে দেব’। 

একই সঙ্গে তিনি ইসরাইলের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভিকে কৌশলে দুর্বল  বলেও সমালোচনা করেন। 

সোমবার ইসরাইলি সম্প্রচার মাধ্যম কেএএন-এর বরার দিয়ে এ খবর দিয়েছে আল-মায়াদিন। 

ইসরাইলের রাষ্ট্রায়ত্ত রেডিও স্টেশন কেএএন-এ বিতর্কিত এক সাক্ষাৎকারে স্মোটরিচ হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের প্রস্তাবিত চুক্তির তীব্র সমালোচনা করেন। 

তিনি বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় কৌশলগত ক্ষতি হলো এই বার্তা যে, ‘ইসরাইলিদের অপহরণ করেও ইসরাইলকে নত করা যায়’।

স্মোটরিচের ভাষায়, ‘এই ক্ষতি শুধরে নেওয়ার এবং এই চুক্তিকে যুদ্ধের কৌশলগত পরাজয়ের পরিবর্তে একটি সাময়িক পরাজয় হিসেবে উপস্থাপন করার একমাত্র উপায় হলো- হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া’।

এর আগে গত শুক্রবার ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করেছিলেন স্মোটরিচ। তিনি বলেন, গত জুলাইয়ে প্রস্তাবিত একটি চুক্তির সঙ্গে বর্তমান চুক্তির সাদৃশ্য রয়েছে।

এজন্য তিনি ইসরাইলি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, ‘এই চুক্তির মাধ্যমে হামাসের নেতারা উত্তর গাজায় ফিরে আসতে পারে। এমনকি হামাস নেতা মুহাম্মদ দেইফের ফিরে আসা থেকে কোনোকিছুই বাধা দিতে পারবে না’।

এর আগে শনিবার গাজা যুদ্ধবিরতির চুক্তিকে ‘বিপর্যয়কর চুক্তি’ বলে অভিহিত করেন স্মোটরিচ।

তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নতুন অনুমোদিত বন্দি মুক্তির চুক্তির তীব্র সমালোচনা করে বলেন, এই চুক্তি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং যুদ্ধে অর্জিত ‘অগ্রগতি’কে বিপন্ন করেছে।

যদিও তার যুদ্ধবিরতির বিরোধিতার প্রচেষ্টা সফল হয়নি। তা সত্ত্বেও তিনি গাজায় হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করার কথাও পুনরুল্লেখ করেন।

স্মোটরিচ আরও প্রকাশ করেন, চুক্তি অনুমোদনের আগেই তিনি গাজা ধীরে ধীরে দখল করার এবং পূর্ণ নিয়ন্ত্রণ অর্জনের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, এই চুক্তি গাজার ওপর মানবিক সাহায্য প্রদান অব্যাহত রাখতে পারে, যা তার মতে হামাসের কাছে পৌঁছাতে পারে।

তিনি বলেন, ‘গাজাকে দেখুন—এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বাসযোগ্য নয় এবং এমনই থাকবে। আমাদের শত্রুদের জোরপূর্বক উদযাপন দ্বারা বিভ্রান্ত হবেন না। খুব শিগগিরই আমরা তাদের হাসি মুছে দিয়ে হতাশার আর্তনাদ এবং শূন্যতার কান্নায় রূপান্তরিত করব’।

সেই সঙ্গে পরাজয় স্বীকার করে স্মোটরিচ ঘোষণা করেন যে, যদি যুদ্ধের লক্ষ্য পূরণ না হয় বা বন্দি মুক্তি সম্পূর্ণ না হয়, তিনি এমন কোনো সরকারের অংশ থাকবেন না।

ইসরাইলি সরকারের এই অভ্যন্তরীণ বিভাজন মূলত দেশটির নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের গাজা যুদ্ধবিরতির বিরোধিতায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগের মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে। তার দল ওৎজমা ইয়েহুদিত পার্টির আরও দুই মন্ত্রীর পদত্যাগ নেতানিয়াহুর জোটের স্থিতিশীলতায় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।