Image description

পর্তুগিজ অভিবাসন সংস্থা এজেন্সি ফর ইন্টিগ্রেশন মাইগ্রেশন অ্যান্ড এসাইলাম (আইমা) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পর্তুগালে বসবাসরত বাংলাদেশি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫,১৯৯ জন।

এ সংখ্যাটি ২০১৭ সালের তুলনায় প্রায় চারগুণ বৃদ্ধি নির্দেশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এখন ভারত এবং নেপালের পরই দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে অন্যতম বড় অভিবাসী আগমনের উৎস দেশ হিসেবে পর্তুগিজ অভিবাসন পরিসংখ্যানে স্থান পেয়েছে। এর মধ্যে পুরুষের সংখ্যা ৪৮,১২৮ জন এবং নারীর সংখ্যা ৭,০৭১ জন।

গত বছর নতুনভাবে ১০,৮৪৮টি রেসিডেন্স পারমিট বাংলাদেশিদের প্রদান করা হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় সামান্য বৃদ্ধি নির্দেশ করে। নতুন বাসিন্দাদের মধ্যে ৮৫ শতাংশই কর্মক্ষম (১৮ থেকে ৩৪ বছর) বয়সী, যারা মূলত শ্রমবাজারে যুক্ত হয়েছেন।

২০২৪ সালের শেষে পর্তুগালে বিদেশি নাগরিকের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫.৪৩ মিলিয়ন (১,৫৪৩,৬৯৭), যা ২০১৭ সালের তুলনায় প্রায় চারগুণ বেশি। প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলীয় নাগরিকরা এখনও পর্তুগালে বসবাসরত বিদেশিদের মধ্যে সর্বাধিক প্রায় ৪ লাখ ৮৪ হাজার ৫৯৬ জন ব্রাজিলিয়ান নাগরিক দেশটিতে নিয়মিতভাবে বসবাস করছেন যা মোট অভিবাসীদের এক-তৃতীয়াংশ এরপর রয়েছে ভারত, আঙ্গোলা, ইউক্রেন, কেপ ভার্দে, নেপাল, বাংলাদেশ, যুক্তরাজ্য, গিনি ভিসাও এবং পাকিস্তানসহ আরো অন্যান্য দেশ।

বলা চলে পর্তুগালে অভিবাসীদের সংখ্যার হিসেবে বাংলাদেশের অবস্থান সপ্তম তাছাড়া সংস্থাটি আরো জানায় যে বাংলাদেশ থেকে আগত নতুন অভিবাসীরা কৃষি, নির্মাণ, হসপিটালিটি এবং লজিস্টিক খাতে পর্তুগালের শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।