
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও এখনো দাপট দেখাচ্ছেন দলটির ঢাকা-১৮ আসনের সাবেক এমপি পলাতক হাবিব হাসান। রাজধানীর উত্তরায় সরকারিভাবে লিজকৃত অপরের জমিতে অবৈধ দোকান নির্মাণ ও ভাড়া বাণিজ্যের অভিযোগ উঠেছে তার ভাই নাদিম হাসানের ম্যানেজার মাহমুদসহ কয়েকজনের বিরুদ্ধে।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে উত্তরার আব্দুল্লাহপুরের আকবর হোটেলের সামনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে সরকারিভাবে জমিটির লিজপ্রাপ্ত মালিক পক্ষ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন উত্তরার আব্দুল্লাহপুরে আকবর হোটেলের সামনের জায়গাটি ভাওয়াল রাজ স্টেটের সম্পত্তি। গত জুন মাসে স্থানটির ৬ শতাংশ জমি শহিদুজ্জামান লিটনের নামে সরকারিভাবে লিজ দেয় ভূমি মন্ত্রণালয়। কিন্তু জায়গাটিতে অবৈধভাবে দোকান বসিয়ে ভাড়া আদায় করছে পলাতক আওয়ামী লীগ নেতা হাবিব হাসানের ভাই নাদিম হাসানের লোকজন।
সংবাদ সম্মেলনে শহিদুজ্জামান লিটনের প্রতিনিধি মো. রবিউল হোসেনের দাবি, লিজ পাওয়ার পর বিষয়টি জেলা প্রশাসক ও থানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছিল এবং জমি মাপার জন্যও আবেদন করা হয়। তবে সম্প্রতি জমিতে কিছু ব্যক্তি অবৈধভাবে দোকান নির্মাণ করে দখল করে রেখেছে।
রবিউল হোসেন অভিযোগ করে বলেন, এই অবৈধ দখলদাররা সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদের ছত্রছায়ায় রয়েছে। তিন মাস ধরে তাদের বারবার লিখিত ও মৌখিকভাবে জায়গা ছাড়ার নোটিশ দেওয়া হলেও তারা জায়গা ছাড়ছে না। উল্টো তারা জানায়, ওই দোকানগুলোর ভাড়া নাদিম মাহমুদকে দিচ্ছে। প্রমাণ চাইলে তারা অস্বীকার করে এবং স্থানীয় কিছু দুষ্কৃতকারীদের সঙ্গে নিয়ে আমাদের ভয়ভীতি প্রদর্শন করে।
তিনি জানান, এ ঘটনায় আমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি এবং লিখিত অভিযোগও জমা দিয়েছি।
রবিউল হোসেনের দাবি, আমরা সরকারকে নিয়মিত ট্যাক্স দিচ্ছি। তাই আমাদের বৈধ জমি কেউ অবৈধভাবে দখল করে রাখতে পারে না। আমরা এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চাই।