
আমলারা প্রতিনিয়ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিপক্ষে কাজ করছেন বলে অভিযোগ দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের। তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে তরুণরা রাজনীতি করতে এসে বাধার মুখে পড়ছেন। দেশে প্রচুর আমলা, তাদের বিপক্ষ অবস্থানের কারণে রাষ্ট্র কত কঠিন আমরা সরাসরি সে অভিজ্ঞতা অর্জন করছি।
রোববার রাজধানীতে এক বৈঠকে এসব কথা বলেন সামান্তা শারমিন। বস্তিবাসী ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদ এ বৈঠক আয়োজন করে।
সংগঠনের আহ্বায়ক আবদুর রহিমের সভাপতিত্বে বৈঠকে সামান্তা বলেন, আমলারা কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট। তাদের দিয়ে দলগুলো কাজ করিয়ে নেয়। কিন্তু অন্তর্বর্তী সরকার সবার ম্যান্ডেট নিয়ে এসেও জনগণের জন্য কতটুকু কাজ করছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, আগে যেমন প্রেস ক্লাবের সামনে এসে একটি গোষ্ঠী দাবির বিষয়ে শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করত, এখন তারা প্রধান উপদেষ্টার মনোযোগ কাড়ার চেষ্টা করছে। কিন্তু জনগণকে কেন প্রধান উপদেষ্টার কাছে যেতে হবে? তাহলে আমলাদের কাজ কী? আমরা জনগণের কথা শুনে সমস্যার সমাধান করলে তো ইস্যুগুলো দ্রুত শেষ হয়ে যায়।
সামান্তা আরও বলেন, সবকিছুতে আমলাতন্ত্র ঢুকানোর কিছু নেই। কারণ দেশের সবচেয়ে বড় ক্ষতি করছে আমলাতন্ত্র। তারা সব প্রতিষ্ঠান নষ্ট করছে। প্রেস ক্লাবের সামনে খোলা আকাশের নিচে কেন মাদ্রাসার শিক্ষকরা? এসব সমস্যার সমাধান একজন সচিবের জন্য বড় কিছু নয়। তাদের সঙ্গে সভা করে সমস্যাগুলো প্রধান উপদেষ্টার নজরে আনলেই হতো। কিন্তু তা আমলারা করছেন না।