Image description

ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক তীব্র প্রতিক্রিয়ায় তিনি বলেন, “যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে।”

খাজা আসিফ অভিযোগ করেন, ভারতের নেতারা পাকিস্তানকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশটির জনগণের আস্থা ফেরানোর ব্যর্থ চেষ্টা করছেন। তাঁর দাবি, এসব মন্তব্য শীর্ষ নেতৃত্বের ভেতরের চাপ ও রাজনৈতিক অস্থিরতারই প্রতিফলন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ভারতের জনগণ এখন তাদের শাসকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের কথাবার্তায় সেই হতাশাই প্রকাশ পাচ্ছে।” তিনি আরও যোগ করেন, “পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত রাষ্ট্র—আমাদের সেনারা সেই বিশ্বাস ও রাষ্ট্র রক্ষায় সর্বদা প্রস্তুত।”

সম্প্রতি ভারতের সেনাপ্রধান পাকিস্তানের মানচিত্র মুছে ফেলার হুমকি দিয়েছেন। এর পরপরই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে দেওয়ার ইঙ্গিত দেন। পাল্টাপাল্টি এই মন্তব্যে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা ।