
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর শান্তি প্রতিষ্ঠায় ওয়াশিংটন সহায়তা করবে। সেইসঙ্গে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো তার ধারণার চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে বলেও স্বীকার করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন।
ফক্স নিউজের ‘দ্য স্টোরি উইথ মার্থা ম্যাককালাম’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘যুদ্ধ শেষ হওয়ার পর আমরা শান্তি সুরক্ষায় সহায়তা করব। আর আমি মনে করি শেষ পর্যন্ত সেটাই হবে।’
ট্রাম্প স্বীকার করেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো তার ধারণার চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ‘খুব হতাশ’।
তিনি বলেন, ‘যে যুদ্ধকে আমি সবচেয়ে সহজে মীমাংসাযোগ্য ভেবেছিলাম, সেটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। কারণ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার সম্পর্ক ছিল। কিন্তু আমি হতাশ।’
ট্রাম্প একাধিকবার মস্কোর কাছে যুদ্ধবিরতির চুক্তির সময়সীমা বেঁধে দিয়েছেন, আর তা নাহলে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। তবে প্রতিবারই সেই সময়সীমা অগ্রাহ্য করেছে রাশিয়া।
গত আগস্টের মাঝামাঝি সময়ে আলাস্কায় পুতিন ও ট্রাম্প বৈঠক করেন। কিন্তু এ বৈঠকের তেমন কোনো উল্লেখযোগ্য ফলাফল চোখে পড়েনি।
তবুও ট্রাম্প ফক্স নিউজকে জানান, তিনি এখনো বিশ্বাস করেন এই সংঘাতের সমাধান হবে।
তার মতে, এই সমাধানে পৌঁছানোর একটি উপায় হলো ইউরোপের রাশিয়ার তেল কেনা বন্ধ করা।
ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত, যদি তেলের দাম কমে যায়, অথবা রাশিয়া তেল বিক্রি করতে না পারে, তবে তাদের কাছে সমঝোতায় আসা ছাড়া কোনো বিকল্প থাকবে না। আর ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর দেশগুলোর রাশিয়া থেকে তেল কেনা ইতিবাচক বিষয় নয়।’
সূত্র: এনডিটিভি