
গাজা যুদ্ধবিরতি নিয়ে কাতারে হামাসের আলোচক দলের ওপর গত সপ্তাহে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান। এ সময় তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে বলেছেন, ‘আদর্শের দিক থেকে নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো। হিটলার যেমন তার পরাজয় আগে থেকে বুঝতে পারেননি, তেমনি নেতানিয়াহুও তার পরিণতি উপলব্ধি করতে পারছেন না। অর্থাৎ হিটলারের মতো একই পরিণত ভোগ করতে হবে তাকে। মঙ্গলবার কাতারের দোহা থেকে নিজ দেশে ফেরার সময় এসব কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট।
কাতারে ইসরাইলের হামলার প্রেক্ষিতে দোহায় আয়োজিত আরব-মুসলিম সম্মেলনে যোগ দিয়েছিলেন এরদোয়ান। এ সময় হামাস নেতাদের ওপর হামলাকে ‘আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ’ বলে অভিহিত করেন তিনি। বলেন, উগ্র মানসিকতা ইসরাইলের নেতৃত্বকে ফ্যাসিবাদী মতাদর্শের ওপর নির্মিত একটি খুনি নেটওয়ার্কে পরিণত করেছে।
তিনি মনে করেন, পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইসরাইলের ওপর চাপ বাড়বে।
এদিকে গত দুই বছরের মধ্যে গাজা সিটিতে সবচেয়ে ভয়াবহ স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। অবিরাম বোমা ও গুলির মুখে হাজারো বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। তারা জানেন নিজ শহরে আর কখনোই ফিরে আসা হবে না তাদের। এ হামলাকে ‘ভয়াবহ’ হামলা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
প্রায় দুই বছর ধরে চলমান সংঘাত এবং আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করেই এ ঘোষণা দিয়েছে ইসরাইল। এমনকি সশস্ত্র হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের পরিবারের পক্ষ থেকেও নেতানিয়াহুর এমন সিদ্ধান্তের বিরোধিতা উঠেছে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এক্সে লিখেছেন : ‘গাজা জ্বলছে’। ধ্বংসপ্রাপ্ত শহর থেকে কালো ধোঁয়া উঠার সঙ্গে সঙ্গে আসবাবপত্র বোঝাই ভ্যান, গাধার গাড়ি আর হাঁটা পথে মানুষ উপকূলীয় আল-রাশিদ সড়ক ধরে দক্ষিণমুখী যাত্রা শুরু করেছে।
ইসরাইলের এই দখল পরিকল্পনার প্রথমদিকে অনেক বাসিন্দাই এখানে থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু সেনাবাহিনী যখন তাদের অভিযান ও বোমাবর্ষণ জোরদার করেছে তখন নিরাপদ আশ্রয়ের খোঁজে বাধ্য হয়েই অন্যত্র সরে যাচ্ছেন তারা। মঙ্গলবার ইসরাইলি হামলায় গাজা সিটিতে কমপক্ষে ৯১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। উপকূলীয় সড়কে পালিয়ে যাওয়া যাত্রীবাহী যানবাহনেও বোমা নিক্ষেপ করছে সেনাসদস্যরা।
এদিকে, ইসরাইলের নতুন এ স্থল অভিযানকে ‘ভয়াবহ’ হিসেবে বর্ণনা করেছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণলায়। কানাডা বলছে, এই হামলায় মানবিক সংকট আরো তীব্র হবে এবং জিম্মিদের মুক্তিও ঝুঁকির মধ্যে পড়বে। মঙ্গলবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণলায়।