Image description
 

কাশ্মীরের শ্রীনগরের কাছে চালানো এক যৌথ অভিযানে পহেলগাঁও হামলার ‘মাস্টারমাইন্ড’ সুলাইমান শাহসহ তিনজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। নিহতরা পাকিস্তানি এবং দু’জন পহেলগাঁও হামলায় জড়িত ছিল, যেখানে ২৬ জন পর্যটককে নির্মমভাবে হত্যা করা হয়।

 

এনডিটিভি জানিয়েছে, অপারেশন মহাদেবে নিহতদের একজন সুলাইমান শাহ। তিনি লস্কর-ই-তৈয়বার সক্রিয় সদস্য এবং  পহেলগাঁও হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে চিহ্নিত। ভারতীয় নিরাপত্তাবাহিনীর ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, সোমবার সকালে তাকে হত্যা করা হয়।

 

অভিযানে নিহত অপর দুজনের নাম আবু হামজা ও ইয়াসির। এর মধ্যে ইয়াসিরও পহেলগাঁও হামলায় অন্যতম অভিযুক্ত বলে জানা গেছে। 

এনডিটিভি জানিয়েছে, সুলাইমান শাহ পাকিস্তান সেনাবাহিনীতে কাজ করতেন। তার ছদ্মনাম ছিল হাসিম মূসা। পহেলগাঁও হামলার পর জম্মু ও কাশ্মীর পুলিশ তার সন্ধানে ২০ লাখ রুপির পুরস্কার ঘোষণা করেছিল।

একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে,  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগরের হরওয়ানের মুলনার এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে পুরো এলাকায় তল্লাশি চলছে এবং গোপন আস্তানা থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর ধারণা করছে, সন্ত্রাসীরা জম্মু ও কাশ্মীরে বড় আকারের হামলার পরিকল্পনা করছিল।