Image description

বিভিন্ন দেশের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চুক্তিবদ্ধ ৭০ জন বিদেশি গবেষককে বরখাস্ত করেছে মার্কিন কৃষি বিভাগ। শুক্রবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সংস্থাটি বলেছে, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানসহ প্রতিপক্ষের কাছ থেকে 'মার্কিন খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে' জাতীয় নিরাপত্তা পর্যালোচনার পর তারা চুক্তিবদ্ধ এসব গবেষককে বরখাস্ত করেছে।

 

একজন মুখপাত্র বলেছেন, মার্কিন কৃষি বিভাগের চুক্তিতে কাজ করার জন্য অনুমোদিত ব্যক্তিদের মধ্যে একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা সম্পন্ন হয়েছে এবং উদ্বেগজনক দেশ থেকে প্রায় ৭০ জন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, উদ্বেগজনক দেশগুলোর এই চুক্তিতে কর্মরত ব্যক্তিরা আর মার্কিন কৃষি বিভাগের প্রকল্পগুলোতে কাজ করতে পারবেন না।