
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সেপ্টেম্বর মাসে পাকিস্তান সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দুটি পাকিস্তানি টেলিভিশন সংবাদ চ্যানেল।
এ ব্যাপারে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে চ্যানেল দুটি বৃহস্পতিবার এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তাদের এ খবর সত্যি হলে ট্রাম্প হবেন প্রায় দুই দশকের মধ্যে পাকিস্তান সফরে যাওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট।
সর্বশেষ ২০০৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তান গিয়েছিলেন।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ট্রাম্পের পাকিস্তান সফরের ব্যাপারে তিনি অবগত নন।
ওই দুই পাকিস্তানি টেলিভিশন সংবাদ চ্যানেল বলছে, সেপ্টেম্বরে ইসলামাবাদে নামার পর ট্রাম্প পরে ভারত সফরেও যাবেন।
রয়টার্সের প্রতিবেদনে চ্যানেল দুটির নাম বলা হয়নি।
গত মাসে ট্রাম্প হোয়াইট হাউজে পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে নজিরবিহীন এক বৈঠক করার পর থেকে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।