
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র যুগ্ম সদস্যসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতার কারণেই গোপালগঞ্জে হামলার ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে বোঝা যায় সেখানে এমন কিছু ঘটতে পারে। তা গোয়েন্দা সংস্থাগুলো আগেই জানতো। তবে এতটা ভয়াবহ হবে তিনি নাকি জানতেন না।
গোপালগঞ্জে এনসিপি'র সমাবেশ মঞ্চ ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বৃহত্তর কর্মসূচি ঘোষণা উপলক্ষে বৃহস্পতিবার (১৭ জুলাই) দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নিজাম বলেন, মূলত জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা নাহিদ, আখতার, হাসনাত ও সার্জিসকে হত্যার উদ্দেশে পরিকল্পিতভাবে এ বর্বর হামলা চালানো হয়। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও বলেন, এনসিপি ৩২টি জেলায় শান্তিপূর্ণ পদযাত্রা পালন করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী গোপালগঞ্জেও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। কিন্তু সেখানে সম্পূর্ণ বিনা উসকানিতেই এ হামলা করেছে সন্ত্রাসীরা। গত এক সপ্তাহে বিভিন্ন জেলা থেকে অস্ত্রধারীদের এনে গোপালগঞ্জে জড়ো করেছে। তারা জুলাইয়ে যেমন সন্ত্রাস করেছে, তেমন একটি মহড়া গোপালগঞ্জেও দিয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম শাহরিয়ার, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির প্রমুখ।
তিন দফা দাবি
গোপালগঞ্জে অতর্কিত হামলার ঘটনায় তিন দফা দাবি তুলে ধরেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির।
১. হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ভিডিও দেখে দ্রুত গ্রেফতার করতে হবে।
২. দায়িত্বে অবহেলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
৩. আগামীর কর্মসূচিতে নিরাপত্তা জোরদার করতে হবে।