
অবসরের ভাবনা জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দিল্লিতে এক অনুষ্ঠানে নিজের ভাবনা জানান তিনি। এ সময় তিনি পরবর্তী জীবনের পরিকল্পনাও তুলে ধরেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অমিত শাহ বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, অবসর গ্রহণের পর বাকি জীবন বেদ, উপনিষদ এবং প্রাকৃতিক কৃষিকাজের জন্য উৎসর্গ করব। গুজরাট ও রাজস্থানের সমবায় কর্মী ও নারীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যখনই অবসর নেব, তখনই আমার বাকি জীবন বেদ, উপনিষদ এবং প্রাকৃতিক কৃষিকাজের জন্য ব্যয় করব। প্রাকৃতিক কৃষি অনেক সুবিধা দেয়। সার দিয়ে গম খেলে ক্যানসার হয়। রক্তচাপ বৃদ্ধি পায় এবং সুগারের মতো সমস্যা দেখা দেয়। অন্যদিকে প্রাকৃতিক কৃষিকাজ করলে উৎপাদন বাড়ে। আমি আমার খামারে প্রাকৃতিক কৃষিকাজ করেছি। এতে উৎপাদন দেড় গুণ বেড়েছে।