Image description
 

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, আমাদের উত্থান ঠেকাতে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে দাদাগিরি করা ভারত।

 

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ভারত ‘দাদাগিরিমূলক’ আচরণ করছে এবং পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী চক্র সক্রিয় করছে, এমনকি সীমান্ত পেরিয়ে হত্যাকাণ্ডও চালাচ্ছে। দেশটি পাকিস্তানের উত্থান ঠেকাতে এসব করছে।

আহমেদ শরীফ চৌধুরী বলেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে কে লাভবান হচ্ছে? সেটা ভারত। ভারতের কৌশল হচ্ছে পাকিস্তানকে সন্ত্রাসবাদের চক্রে আটকে রাখা, যাতে দেশটি তার প্রকৃত সম্ভাবনার বিকাশ ঘটাতে না পারে।

লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন, পাকিস্তানের ২৫ কোটির বেশি মানুষের প্রতি রাষ্ট্রের যে দায়বদ্ধতা—অগ্রগতি ও সমৃদ্ধি—তা বাস্তবায়ন হওয়াই ছিল তাদের ভবিতব্য, কিন্তু ভারত চায় না তা ঘটুক।

তিনি বলেন, ভারত চায় দুই দেশের মধ্যে শক্তির ব্যবধান আরো বাড়ুক, যাতে ভারত “আঞ্চলিক আধিপত্যবাদী ও দাদাগিরি করা শক্তি হিসেবে” নিজের শর্ত চাপিয়ে দিতে পারে। এটাই দিল্লির সবচেয়ে বড় কৌশল।