Image description
 

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একাধিক ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ। বুধবার (৯ জুলাই) আইডিএফের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। তবে অভিযানের দিনক্ষণ স্পষ্ট করে বলেনি ইসরায়েল।

দাবি অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি দক্ষিণ লেবাননে একাধিক অভিযান চালিয়ে হিজবুল্লাহর অস্ত্রাগার এবং অন্যান্য অবকাঠামো শনাক্ত ও ধ্বংস করেছে।

জাবাল ব্লাত এলাকায় একটি বিশেষ অভিযানে ৩০০তম ‘বারাম’ আঞ্চলিক ব্রিগেডের সৈন্যরা হিজবুল্লাহর একটি ঘাঁটি শনাক্ত করে। ওই ঘাঁটিতে অস্ত্রাগার এবং মর্টার শেল ও গুলি চালানোর ব্যবস্থা ছিল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সৈন্যরা এ ঘাঁটিটি ধ্বংস করেছে।

 

অন্য একটি অভিযানের ব্যাপারে আইডিএফ জানায়, ওদেদ ব্রিগেডের রিজার্ভ সৈন্যরা লাব্বুনেহর কাছে একটি বনাঞ্চলে লুকানো অস্ত্র শনাক্ত করে। যার মধ্যে ছিল একটি মাল্টিপল রকেট লঞ্চার, একটি মেশিনগান এবং কয়েক ডজন বিস্ফোরক ডিভাইস। এই অস্ত্রগুলোও ধ্বংস করা হয়েছে।

 

একই এলাকায় সৈন্যরা হিজবুল্লাহর অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি ভূগর্ভস্থ ঘাঁটি শনাক্ত করে। পরে এটি কম্ব্যাট ইঞ্জিনিয়ারদের দ্বারা ধ্বংস করা হয়েছে।

 

২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর থেকে আইডিএফ দক্ষিণ লেবাননের পাঁচটি কৌশলগত পোস্টে মোতায়েন রয়েছে। সেখানে নিয়মিত অভিযান চালাচ্ছে তারা। কিন্তু এসবের দায় চাপানো হচ্ছে হিজবুল্লাহর ওপর। দাবি করা হচ্ছে, হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে ইসরায়েল হামলা করছে। সাম্প্রতিক অভিযানও হিজবুল্লাহর হুমকি মোকাবিলায় পরিচালিত হয়।