
কাশ্মীর ইস্যুকে একটি আন্তর্জাতিক বিরোধ হিসেবে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, এই বিষয়ে ভারত একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।
ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, কাশ্মীর একটি ত্রিপাক্ষিক ইস্যু—যেখানে পাকিস্তান, ভারত এবং চীন প্রত্যক্ষভাবে জড়িত। তাই এই সমস্যার সমাধান জাতিসংঘের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের মতামতের ভিত্তিতেই হতে হবে।
সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে তিনি বলেন, এটি শুধুমাত্র একটি সামরিক দ্বন্দ্ব নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে একটি সংগ্রাম। তার ভাষায়, “এই বিজয় অস্ত্রের নয়, এটি আদর্শ ও সত্যের, আর সেই বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে।”
তিনি ভারতের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচার ও প্রপাগান্ডার অভিযোগ এনে বলেন, পুলওয়ামা হামলার পর ভারতীয় গণমাধ্যম একতরফা ও ভিত্তিহীন প্রচার চালিয়েছে। পাকিস্তান সবসময় নিরপেক্ষ তদন্ত এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের দাবি জানালেও ভারত বিশেষ করে পেহেলগাম ঘটনার ক্ষেত্রে সেটিকে উপেক্ষা করেছে।
গোল্ডেন টেম্পলে হামলা নিয়ে ভারতের মিডিয়ায় প্রচারিত দাবিকে “লজ্জাজনক মিথ্যা” বলে অভিহিত করেন আইএসপিআর-এর এই মুখপাত্র। তিনি আরও বলেন, পাকিস্তান সব ধর্মীয় স্থানের প্রতি শ্রদ্ধাশীল—বিশেষ করে শিখ সম্প্রদায়ের জন্য পবিত্র স্থানসমূহ যেমন নানকানা সাহিব, পানজা সাহিব ও করতারপুরের প্রতি সর্বোচ্চ সম্মান দেখিয়ে থাকে।
বিডি প্রতিদিন