Image description

ক্যালিফর্নিয়ার রাস্তায় আছড়ে পড়ল বিমান! আগুন ধরে গেল বহু বাড়িতে। দুমড়ে গেল রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি। এই দুর্ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা রয়েছে।

 

ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে। বিমানের ভিতরে থাকা যাত্রীদের মৃত্যুর আশঙ্কা থাকলেও পথে কোন হতাহতের কথা জানা যায়নি।

 

সান ডিয়েগো পুলিশ জানাচ্ছে, এই ধরনের ছোট বিমানে ৮ থেকে ১০ জনের বসার বন্দোবস্ত থাকে। কিন্তু এক্ষেত্রে বিমানটিতে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। বিমানটি সম্পর্কে কোনও বিস্তারিত তথ্যই এখনও দেয়নি স্থানীয় প্রশাসন। কেবল সেটি মধ্যপশ্চিম থেকে আসছিল কেবল এইটুকু তথ্যই জানানো হয়েছে।

 

দুর্ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছেন, বিমানের জ্বালানি রাস্তায় ছড়িয়ে পড়েছে। যা থেকে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দ্রুত আশপাশের এলাকার বাসিন্দাদের তাঁদের বাড়ি থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছে প্রশাসন। সেই সঙ্গেই পুরো এলাকা থেকে জ্বালানি ও বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কেন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কতজনের মৃত্যু হয়েছে তাও নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।