Image description

পাকিস্তান ভূখণ্ডে বুধবার রাত ১টার পর ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান শুরু করে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে ভারতের বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। এই হামলার সময় পাল্টা জবাব দেয় পাকিস্তানও।

দেশটির দাবি ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী। এরমধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি ৩টি রাফায়েল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি ২টি এসইউ-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান।

তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া না গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে একটি খবর প্রচার করে ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দু’। এতে বলা হয়, ‘বুধবার (৭ মে) জম্মু ও কাশ্মীরের আখনুর, রামবান এবং পাম্পোর এলাকায় কমপক্ষে তিনটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে একজন সরকারি কর্মকর্তা দ্য হিন্দুকে জানিয়েছেন। কর্মকর্তারা এখনও এই দুর্ঘটনার সঠিক পরিস্থিতি প্রকাশ করতে পারেননি।’

কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই খবরটি সরিয়ে নেয় ভারতের অন্যতম পরিচিত এই সংবাদমাধ্যমটি। এর অনলাইন লিংকে গিয়ে সংবাদটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ভারতীয় অন্য কোনো গণমাধ্যমও এনিয়ে কোনো খবর প্রচার করেনি।

তবে রয়টার্স বলছে, ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আজ বুধবার তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির স্থানীয় সরকারের চারটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশটির বিভিন্ন স্থানে ২৪টি হামলা চালিয়েছে ভারত। প্রাথমিক তথ্য অনুসারে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে দুইজন বেসামরিক নাগরিক। এই হামলার বিপরীতে পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।