
খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ৬৬ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে ৩৬ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশিসহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি। প্রতিনিধিদের পাঠানো খবর-
খাগড়াছড়ি : গতকাল ভোর সাড়ে ৪টা থেকে মাটিরাঙা তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন, গোমতী ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন ও পানছড়ির লোগাং ইউনিয়নের রূপসেনপাড়া সীমান্ত দিয়ে ২৪ জনসহ মোট ৬৬ জন ভারতীয় নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে আটক করে বিজিবি। খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা তাদের দ্রুত পুশব্যাক করার চেষ্টা করছি।
কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা ৮ বাংলাদেশিসহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি। আটক বাকি ৩৬ জন রোহিঙ্গা কি না যাচাইবাছাই করছে বিজিবি। গতকাল ভোরে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ও ভুরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেন। রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, ভোরে রৌমারী বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটকদের পরিচয় যাচাইবাছাই করছে বিজিবি। কুড়িগ্রামে-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় ৮ নারী-শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা বলে জানা যায়। অপরদিকে জামালপুর-৩৫ বিজিবি সূত্র জানায়, রৌমারীতে আটকদের মধ্যে আটজন বাংলাদেশি। আর বাকিদের পরিচয় যাচাইবাছাই করা হচ্ছে।
সীমান্তে ‘পুশ-ইন’ নিয়ে যোগাযোগের চেষ্টা চলছে ভারতের সঙ্গে : খলিলুর : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই-রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশে রোহিঙ্গাসহ তাদের নাগরিকদের পুশ-ইন (জোর করে অনুপ্রবেশ) করার চেষ্টা চালাচ্ছে। বিষয়টি নিয়ে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ড. খলিলুর রহমান বলেন, আমরা প্রতিটি কেস আলাদা আলাদাভাবে নিরীক্ষণ করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের দেশের নাগরিক যদি কেউ হয়ে থাকেন তাহলে তাদের আমরা গ্রহণ করব। অবশ্যই তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। পাশাপাশি এটা ফরমাল চ্যানেলে হতে হবে। এভাবে পুশ-ইন করাটা সঠিক প্রক্রিয়া নয়।
গতকাল খাগড়াছড়িতে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৬৬ ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
খাগড়াছড়ি জেলা প্রশাসন জানায়, মাটিরাঙার তাইন্দং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ১৫ জন, গোমতী ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন ও পানছড়ির লোগাং ইউনিয়নের রুপসেনপাড়া সীমান্ত দিয়ে ২৪ জন। এর মধ্যে শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৭ জন নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেন। তাদের দাবি, গুজরাট থেকে উড়োজাহাজে করে সীমান্তে এনে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করায়। তারা বাংলা ভাষাভাষী।
একই দিনে কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্তে আট বাংলাদেশিসহ ৪৪ জনকে আটক করা হয়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ভোররাতে রৌমারীর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটকদের পরিচয় যাচাই করছে বিজিবি। কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভুরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় আট নারী ও শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা।