
দক্ষিণ চীন সাগরের উত্তপ্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এবার অঞ্চলটির একটি ছোট বালুচর দখল করেছে চীনা কোস্টগার্ড।
সোমবার (২৮ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি বিষয়টি নিশ্চিত করেছে।
বিবিসি জানায়, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি সম্প্রতি কয়েকটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে চারজন চীনা কোস্টগার্ড সদস্য কালো পোশাক পরিহিত অবস্থায় স্প্রাটলি দ্বীপপুঞ্জের বিতর্কিত স্যান্ডি কেতে চীনের জাতীয় পতাকা উড়াচ্ছেন।
সিসিটিভি জানিয়েছে, এপ্রিলের শুরুতেই চীন “সামুদ্রিক নিয়ন্ত্রণ কার্যকর” এবং “সার্বভৌম কর্তৃত্ব প্রয়োগ” করেছে এই অঞ্চলে।
দক্ষিণ চীন সাগরের বিভিন্ন দ্বীপ ও বালুচর নিয়ে দীর্ঘদিন ধরেই চীন ও ফিলিপাইনের মধ্যে দ্বন্দ্ব চলছে।
ফিলিপাইনের ন্যাশনাল টাস্ক ফোর্স ওয়েস্ট ফিলিপাইন সি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অভিযানের সময় তারা চীনের কোস্টগার্ডের একটি জাহাজ এবং সাতটি চীনা মিলিশিয়া নৌযান দেখতে পায়, যা “অবৈধ উপস্থিতি” বলে উল্লেখ করা হয়েছে।
ফিলিপাইনের পক্ষ থেকে বলা হয়, এই অভিযান তাদের সার্বভৌমত্ব এবং কর্তৃত্ব রক্ষার প্রতিশ্রুতিরই প্রতিফলন। অতীতে দুই দেশের মধ্যে একাধিকবার নৌযান সংঘর্ষ ও সরাসরি হাতাহাতির ঘটনাও ঘটেছে।
চীনের এই সাম্প্রতিক পদক্ষেপে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জেমস হিউইট ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, “এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে এ বিষয়ে ঘনিষ্ঠভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন