Image description

সমাজের প্রচলিত রীতি অনুযায়ী স্বামী-স্ত্রী এক ছাদের নিচে থাকেন। একই খাবার খান এবং সুখে-দুঃখে একে অপরের খোঁজখবর রাখেন। অবশ্য স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ, মনোমালিন্য হলে ভিন্ন চিত্র। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা সুখী পরিবার এবং একই সঙ্গে থাকেন। অথচ উপদেষ্টা ফারুকী স্ত্রীর কাজের কোনো খোঁজখবর রাখেন না? এমনটাই জানিয়েছেন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

গতকাল সচিবালয়ে তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করা নিয়ে তিনি বলেন, আমি কিছু জানি না। তিশা কেন ‘মুজিব’ সিনেমায় অভিনয় করেছে তার উত্তর তিশা দিতে পারবেন। শুধু তাই নয়, কারাবন্দী আসাদুজ্জামান নূর ও আলী জাকেরের মার্কেটিং ও বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে খুনের মামলায় উদ্বেগ প্রকাশ করেছেন এই উপদেষ্টা। তিনি বলেছেন, ইরেশ জাকেরের বিরুদ্ধে খুনের মামলা হওয়ায় শিল্পী সমাজ বিক্ষুব্ধ। উল্লেখ, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা হয়েছে। সংস্কৃতি উপদেষ্টা শিল্পী সমাজ বিক্ষুব্ধ দাবি করেছেন; প্রশ্ন হলো এই শিল্পী সমাজ কারা? ২০১৪, ২০১৮, ২০২৪ সালে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে নৌকায় ভোট দেয়ার দাবিতে গলায় হারমোনিয়াম বাজিয়ে যারা শেখ হাসিনার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে সেই শিল্পী সমাজ?
সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছে, ওই সময়ে (হাসিনা রেজিম) আপনি বা আপনার পরিবার থেকে এমন কোনো কাজ করেছেন, এখন আপনার মনে হয় এটা করা ঠিক হয়নি? এ সময় মোস্তফা সরয়ার ফারুকী পরিষ্কার করে প্রশ্ন করতে বলেন। তখন প্রশ্ন রাখা হয়, ওই সময়ে ‘মুজিব’ সিনেমায় তিশা বঙ্গবন্ধুর স্ত্রী চরিত্রে অভিনয় করেছিলেন, এখন কি আপনার মনে হয় আপনার পরিবারের সেই সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি?

উত্তরে মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, প্রত্যেকে তার প্রোফেশন লাইফের ব্যাপারে স্বাধীন। আপনি কি এমন মনে করেন, আমরা এমন সমাজে বাস করছি যেখানে; আমার স্ত্রী তার প্রোফেশনাল সিদ্ধান্ত নেয়ার আগে আমার অনুমতি নিবে অথবা আমি আমার প্রোফেশনাল সিদ্ধান্ত নেয়ার আগে আমি আমার স্ত্রীর অনুমতি নিব। আমি এমনটা মনে করি না। এটা তার প্রোফেশন। সে তার সিদ্ধান্ত নিয়েছে; উনি (তিশা) উত্তর দিতে পারবেন কোন্ পরিস্থিতিতে, কেন তাকে এটা (মুজিব সিনেমা) করতে হয়েছে। এটা তার প্রোফেশন, এখানে আমার ভুল করার কি আছে আমি বুঝতে পারি নাই।

আওয়ামী লীগের শাসনামলে ৮৩ কোটি টাকা ব্যয়ে শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ নির্মিত সিনেমায় শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব ভূমিকায় অভিনয় করেছিলেন উপদেষ্টার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছিলেন ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগল।

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা ইরেশ জাকেরসহ ৪০৮ জনকে আসামি করে ২০ এপ্রিল মামলা দায়ের করেন নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী। ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এ মামলার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন অনুরাগী এবং শোবিজ তারকা ও পরিচালকরা। এই ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সংবাদ সম্মেলনে কথা বলেন।

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি। তিনি জুলাই আন্দোলনেও জড়িত ছিলেন। ফলে এটি ডিপলি ট্রাবলিং, ডিপলি ডিস্টার্বিং (খুবই ঝামেলার, খুবই বিরক্তিকর)। মামলা করেছেন একজন ব্যক্তি। এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের দেয়া নয়। এখন মামলা করার স্বাধীনতা পেয়েছি সবাই। কেউ কেউ এটার অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি, পুলিশ এর সঠিক তদন্ত করে, যেটি সত্য সেটির পক্ষে থাকবে। আর যেটি মিথ্যা সেটি বাতিল করে দেবে।

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী দাবি করেছেন ইরেস জাকের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে ছিল। বাস্তবতা উল্টো। নায়ক ফেরদৌস নির্বাচনে এমপি হলেও নায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী তানভীন সুইটি, অরুনা বিশ্বাস, অভিনেতা মীর সাব্বির, ইরেস জাকের, সারা জাকের, তারিন, বিজরী বরকত উল্লাহ, নায়িকা মাহিয়া মাহি, অপু বিশ্বাস, নায়ক সায়মন সাদিক, মেহের আফরোজ সাওন, রোকেয়া প্রাচী, তারানা হালিমসহ শতাধিক শিল্পী প্রতিটি পাতানো নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। শুধু তাই নয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী শিল্পী লীগের পক্ষে যে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে প্রচারণা চালানো হয় ইরেস জাকের তাতেও ছিলেন। অথচ উপদেষ্টা ফারুকী দাবি করেছেন ইরেজ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল।

এর আগে গত ২৫ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) কর ফাঁকির অভিযোগে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের (এশিয়াটিক এমসিএল) সব ব্যাংক হিসাব জব্দ করে। এটি এশিয়াটিক থ্রিসিক্সটির প্রধান প্রতিষ্ঠান। এর ব্যবস্থাপনা পরিচালক ইরেশ জাকের এবং চেয়ারপারসন তার মা সারা জাকের।