Image description

পাকিস্তান-ভিত্তিক ডব্লিউই নিউজের প্রতিবেদন অনুসারে, ভারত তার বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে আরব সাগরে সরিয়ে নিচ্ছে এবং পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করছে বলে জানা গেছে।

সামাজিক মাধ্যম এক্সে ইন্দো-প্যাসিফিক নিউজ (জিওপলিটিক্স অ্যান্ড ডিফেন্স)-এর দেয়া একটি পোস্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘গতকাল (বুধবার) এক স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত বন্দর ছেড়ে কারওয়ার উপকূলে আরব সাগর অঞ্চলের দিকে যাচ্ছে।’ 
 
 
পোস্টে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান আরব সাগর অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য একটি নোটাম (বিজ্ঞপ্তি) জারি করেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি পশ্চিম দিকে হতে পারে যেখানে ভারতীয় রণতরীটি মোতায়েন করা হবে বলে ধারণা করা হচ্ছে।’
 
এক্স পোস্টটিতে আরও দাবি করা হয়েছে, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে কিছু একটা ঘটতে যাচ্ছে এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত ছেড়ে যাওয়ার পর যেকোনো সময় তা ঘটতে পারে। ভ্যান্স আজ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল চলে যাচ্ছেন।’
 
এদিকে পাক ইন্টেল মনিটরের এক্স-এ প্রকাশিত একটি পোস্ট অনুসারে, ‘পাকিস্তান আরব সাগরে লাইভ ফায়ার সতর্কতার মাধ্যমে নো ফ্লাই জোন জারি করেছে। মেরিনার্সরাও এলাকা থেকে দূরে সরে গেছেন। নৌবাহিনীর জাহাজগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিচালনা করতে পারে।’