
কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। পাকিস্তানের নাগরিকদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ কর্মসূচি বাতিল করেছে দেশটি। একইসঙ্গে পুরোনো সিন্ধু নদীর পানি চুক্তিও বাতিল করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
বিবিসির খবরে বলা হয়, সার্ক ভিসাধারী পাকিস্তানি নাগরিকরা আর ভারতে প্রবেশ করতে পারবেন না। যাঁরা ইতিমধ্যে ভারতে অবস্থান করছেন, তাঁদেরও ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে পাঞ্জাবের আটারি চেকপোস্টও।
ভারতের পক্ষ থেকে পাকিস্তানি দূতাবাসে থাকা দেশটির সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে। তাঁদের এক সপ্তাহের মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাস এবং ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসে সামরিক পরামর্শদাতার সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কার্যকর হবে ১ মে থেকে।
এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষক এবং সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ (সিএলএডব্লিউএস)-এর পরিচালক তারা কর্থা বলেন, ‘‘কাশ্মীর হামলার প্রতিক্রিয়ায় নয়াদিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে। এটি যুদ্ধপরিস্থিতির ইঙ্গিতও হতে পারে।