Image description

উত্তর প্রদেশের সাহারানপুর জেলার কৈলাসপুর পাওয়ার হাউসে চুক্তিভিত্তিক নিয়োজিত সাকিব খান নামের এক বিদ্যুৎ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ, তিনি ঈদের নামাজ শেষে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সেটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সঞ্জীব কুমার জানান, এই ঘটনাকে ‘দেশবিরোধী’ কার্যকলাপ হিসেবে দেখা হয়েছে এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে সাকিবকে অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়।

তথ্যসূত্রঃ https://www.somoynews.tv/news/2025-04-07/JBvJtUBO