Image description

মঙ্গলবারের মধ্যে বেইজিং ওয়াশিংটনের ওপর থেকে পালটা শুল্ক প্রত্যাহার না করলে, চীনা পণ্যের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত কার্যকর হলে চীনা পণ্যে মোট ১০৪ শতাংশ শুল্ক আরোপ থাকবে।

সোমবার (৭ এপ্রিল) ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, চীন যদি মঙ্গলবারের (৮ এপ্রিল) মধ্যে ৩৪ শতাংশ শুল্ক বৃদ্ধি প্রত্যাহার না করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ৯ এপ্রিল থেকে কার্যকরভাবে চীনের ওপর ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করবে।

এর আগে চীন ঘোষণা দিয়েছিল, ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক কার্যকর হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ কিছু কাঁচামাল রফতানিও নিয়ন্ত্রণ করবে তারা।

গত বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় অনেক দেশের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি চীনের ওপর নতুন করে ৩৪ শতাংশ পালটা শুল্ক আরোপের কথা জানান, যা আগে আরোপিত শুল্কসহ ৫৪ শতাংশে দাঁড়িয়েছে। নতুন করে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করলে যা ১০৪ শতাংশ দাঁড়াবে।

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, চীন ভুল করছে। তারা আতঙ্কে এমন কাজ করছে, যার পরিণাম ভোগার মতো অবস্থায় তারা নেই।