Image description

পাকিস্তান সীমান্তপারের সন্ত্রাসীদের মদত দেওয়ার পাশাপাশি ভারতের ওয়ান্টেডভুক্ত অপরাধীদের সেখানে জামাই আদর করে বলে অভিযোগ করেছে ভারত। 

সম্প্রতি ইসলামিক স্কলার জাকির নায়েকের সঙ্গে লাহোরে বৈঠক করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নাওয়াজ এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আর এই আবহে ইসলামাবাদকে কঠোর সতর্কবার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

সাম্প্রতিক কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদকে বারবার কড়া জবাব দিয়েছে দিল্লি। ‘কাশ্মীরে পাকিস্তানের দখলদারি’ ইস্যুতে রাষ্ট্রসংঘের অকর্মণ্যতা নিয়ে সম্প্রতি সরব হয়েছিলেন এস জয়শংকর। এদিকে নরেন্দ্র মোদিও মার্কিন পডকাস্টারের শোতে কাশ্মীর নিয়ে পাকিস্তানকে কড়া জবাব দিলেন। এই সব নিয়ে পাকিস্তান আবার পালটা জবাব দিয়েছে। এমনকি বেলুচিস্তানের পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তানি সেনাবাহিনী ও সরকার।

শুক্রবার (২১ মার্চ) সাংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিশ্ব পরিষ্কারভাবে জানে যে আসলে এখানে ইস্যু হলো সীমান্ত সন্ত্রাসে পাকিস্তান সক্রিয়ভাবে পৃষ্ঠপোষকতা করে। পাকিস্তানের এসব কর্মকাণ্ডের জন্য এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার পথে সবচেয়ে বড় বাধা।

এদিকে মরিয়ম এবং নওয়াজ শরিফের সঙ্গে জাকির নায়েকের বৈঠক প্রসঙ্গে রণধীর বলেন, পাকিস্তানে জাকির নায়েকের এই প্রথম সংবর্ধনা দেওয়া হচ্ছে না। এতে পাকিস্তানের মানসিকতার প্রতিফলন ঘটে এবং সেটি যে আমাদের জন্য কী, তাও স্পষ্ট... যে ভারতে ওয়ান্টেড পাওয়া আসামিকে, সেখানে সমর্থন দেওয়া হচ্ছে।

অর্থ পাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের মাধ্যমে চরমপন্থাকে উসকানি দেওয়ার অভিযোগে ভারতে ওয়ান্টেড জারি রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। এরই মধ্যে তিনি পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছেন কোনো সমস্যা ছাড়াই। 

২০১৬ সালে তিনি ভারত থেকে পালিয়ে মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা হওয়ার পর তার ভারতীয় পাসপোর্ট বাতিল করা হয়েছিল। এদিকে জাকির নায়েককে প্রত্যর্পণের জন্য ভারতের অনুরোধ মালয়েশিয়ার কাছে মুলতুবি রয়েছে। তিনি বিদেশ ভ্রমণের জন্য কোন পরিচয়পত্র ব্যবহার করছেন তা পরিষ্কার নয়।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস