
পবিত্র রমজান মাসে আল আকসায় জুমার নামাজ আদায়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বাধা প্রদানকে ধর্মীয় যুদ্ধ বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
শুক্রবার (১৪ মার্চ) ইসরাইলের নিষেধাজ্ঞার কারণে ফিলিস্তিনিরা আল আকসায় নামাজ আদায় করতে পারেনি। এ ঘটনায় নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে হামাস।
বিবৃতিতে হমাস জানায়, পবিত্র এ মাসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের এমন নিষ্ঠুর পদক্ষেপকে ধর্মীয় যুদ্ধ হিসেবে দেখছে হামাস।
বিবৃতিতে আরও বলা হয়, টানা দ্বিতীয় বছরের মতো আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়ে ইসরাইলি নিষেধাজ্ঞা মুসলিম রীতিনীতির উপর একটি পদ্ধতিগত আক্রমণ এবং জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলোকে ইহুদিকরণের প্রচেষ্টার অংশ।
ইসরাইলি সরকারকে মুসলমানদের অনুভূতি ও পবিত্রতার প্রতি অসম্মান করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে হামাস।