Image description

এ মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে অবস্থিত নিজের মালিকানাধীন মার-এ-লাগো রিসোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌদি আরবে ওয়াশিংটন এবং মস্কোর যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে; সেখানে আমন্ত্রণ না পেয়ে ইউক্রেন যে উদ্বেগ প্রকাশ করেছে তা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, রিয়াদে ওয়াশিংটন ও মস্কোর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের কার্যকরী সংলাপ অনুষ্ঠিত হওয়ার পরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। যদিও এর আগে রিয়াদে অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও জানান, পুতিন এবং ট্রাম্পের বৈঠকের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। 

রিয়াদে দুই দেশের যে বৈঠক হয়েছে সেখানে ইউক্রেনকে আমন্ত্রণ না জানানোয় উদ্বেগ প্রকাশ করেছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু তার এই উদ্বেগকে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। বলেছেন, রাশিয়ার হামলা এড়াতে তিন বছর আগেই মস্কোর সঙ্গে একটি চুক্তি করতে পারতো কিয়েভ। জেলেনস্কিকে উদ্দেশে করে ট্রাম্প বলেন- আজ আমি শুনছি, ওহ আমরা আমন্ত্রিত হইনি। ভালো, আপনি তো তিন বছর ধরেই সেখানে আছেন, আপনার বিষয়টা (যুদ্ধ) শেষ করা প্রয়োজন ছিল। কখনই সেটা (যুদ্ধ) চালিয়ে যাওয়া উচিত হয়নি। আপনি এ বিষয়ে চুক্তি করতে পারতেন।

ওদিকে আল জাজিরার এক খবরে বলা হয়েছে, ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়; যেকোনো শান্তিচুক্তির অংশ হিসেবে রাশিয়া ইউক্রেনে নির্বাচনের ডাক দিলে তার প্রশাসন সমর্থন করবে কি না। জবাবে ট্রাম্প বলেছেন, ইউক্রেনে জেলেনস্কির প্রতি মাত্র ৪ শতাংশ মানুষের সমর্থন আছে। তবে নিজের এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি। ট্রাম্প আরও উল্লেখ করেন, সামরিক আইনের আওতায় ইউক্রেনের নির্বাচনগুলো স্থগিত করা হয়েছে। গত বছরের ডিসেম্বরে কিয়েভ ইনস্টিটিউট অব সোসিওলজি একটি জনমত জরিপ চালিয়েছিল। ওই জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ বলেছে, তারা জেলেনস্কিকে ভরসা করেন, যা ওই বছরের ফেব্রুয়ারির জরিপের চেয়ে ১২ শতাংশ কম।ইউক্রেন ইস্যুতে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনেরও কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। বলেছেন, বাইডেন রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনকে অস্ত্র নিশ্চিত করেছিলেন। আমি মনে করি আমার এই যুদ্ধ থামানোর ক্ষমতা রয়েছে- যোগ করেন ট্রাম্প।