Image description

ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলের এখনো যারা অবৈধ রায় নিয়ে জেলে আছে তাদের ছেড়ে দেওয়া দরকার। বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা আলেমদের ওপর অন্যায়, অত্যাচার, জুলুম ও নির্যাতন চালিয়েছিল। সেই সময়ে বিরোধিদের ধরিয়ে ছোট্ট এক ঘরে আটকে রাখা হতো। আমাকেও মামলা দিয়ে লাল দাগ লাগিয়ে ছিল এই স্বৈরচারী হাসিনা। ফ্যাসিস্ট সরকারের সময় আমিও নির্যাতনের শিকার হয়েছি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আমির হামজা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমার মামলা যতবার আদালতে উঠেছে ততবার বিচারক বলেছে তার ফাইল বাদ, হবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীও ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে ছাড়া পাননি।

শেষ পর্যন্ত ভারতের জোগসাজশে সাঈদীকেও শেষ করে দিয়েছে। হাসিনা যারে ধরেছে তার জীবনটা শেষ করে দিয়েছে। বাঘে ধরলে ছাড়ে, কিন্তু হাসিনা ধরলে ছাড়েনি।

তিনি আরো বলেন, ‘এখনো হাসিনার দোসররা রয়েছে গেছে, এখন তারা শুধু আলমদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের কর্মকাণ্ড দেখলে শয়তানও হার মানে।’ আমির হামজা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার হাতে ২ হাজার ৭৩২ জন মানুষ হত্যার রক্ত লেগে আছে।’