২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণি থেকে নবম-দশম শ্রেণির একাধিক বইয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ও কোটা আন্দোলনের ইতিহাস যুক্ত করা হয়েছে। একইসাথে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস যুক্ত করা হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির বাংলা ও ইংরেজি বইয়ে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট গল্প-প্রবন্ধ যুক্ত করা হলেও এবার ইতিহাসের অংশ হিসেবেও জুলাই গণঅভ্যুত্থানকে পাঠ্যপুস্তকে স্থান দেওয়া হয়েছে।
জানা গেছে, রবিবার (২৮ ডিসেম্বর) ‘২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের সফটকপি ওয়েবসাইটে আপলোডকরণ’ কার্যক্রম উদ্বোধন করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবির ওয়েবসাইটে গিয়ে ষষ্ট শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পাঠ্যপুস্তকে দেখা যায়, বইটির দ্বিতীয় অধ্যায়ে ‘স্বাধীন বাংলাদেশে গণঅভ্যুত্থান’ শিরোনামে একটি পাঠ যুক্ত করা হয়েছে। উক্ত পাঠে ১৯৯০ সালের গণঅভ্যুত্থান ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। একইসাথে শহীদ নূর হোসেন ও শহিদ আবু সাইদের ছবি স্থান দেওয়া হয়েছে।
সপ্তম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পাঠ্যপুস্তকে দেখা যায়, বইটির প্রথম অধ্যায়ে ‘বাংলাদেশে গণআন্দোলন ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান’ শিরোনামে নতুন পাঠ যুক্ত করা হয়েছে। যাতে ১৯৯০ সালের গণঅভ্যুত্থান ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
অষ্টম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পাঠ্যপুস্তকে দেখা যায়, বইটির তৃতীয় অধ্যায়ে 'বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গণঅভ্যুত্থান' শীর্ষক একটি পাঠ যুক্ত করা হয়েছে। যেখানে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের বিস্তৃত বর্ণনা ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের কারণ, ফলাফল সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
নবম-দশম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পাঠ্যপুস্তকে দেখা যায়, বইটির দ্বিতীয় অধ্যায়ে ‘স্বাধীন বাংলাদেশে গণঅভ্যুত্থান’ শীর্ষক একটি টপিক যুক্ত করা হয়েছে। উক্ত টপিকের আলোচনায় নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে আলোকপাত করা হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক ও শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন সম্পর্কেও আলোকপাত করা হয়েছে।
একইভাবে নবম-দশম শ্রেণির ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ পাঠ্যপুস্তকে দেখা যায়, বইটির ত্রয়োদশ অধ্যায়ে ‘বাংলাদেশে গণআন্দোলন’ শিরোনামে একটি টপিক যুক্ত করা হয়েছে। উক্ত টপিকের অংশ হিসেবে নব্বইয়ের গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও তাৎপর্য তুলে ধরা হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ঘটনাপ্রবাহ, শহিদ ও আহতের পরিসংখ্যান, জুলাই ঘোষণাপত্র ও জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে কোটা আন্দোলনের দীর্ঘ ইতিহাসও যুক্ত করা হয়েছে এবারের পাঠ্যপুস্তকে।