Image description

এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নে স্থান পেয়েছে ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের প্রসঙ্গ। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নে এমনটাই দেখা গেছে।

প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয়, গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ কত? ২১ জুলাই, ১৬ জুলাই, ১৫ জুলাই ও ২০ জুলাই।

সাইফুল্লাহ তানভীর পরীক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আজকের মেডিকেল ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে একটি প্রশ্ন এসেছে। সেখানে জানতে চাওয়া হয়েছে তার মৃত্যুর তারিখ কত?

এর আগে চাকরির নিয়োগ শুক্রবার (২২ নভেম্বর) হওয়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ সহকারী পরিচালক পদের ইংরেজি প্রশ্নে আবু সাঈদকে নিয়ে একটি প্রশ্ন দেখা যায়। প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয়, শহীদ আবু সাঈদের গ্রামের নাম কী? এখানে ৪টি অপশনে দেওয়া আছে—পীরগঞ্জ, বাহানপুর, পার্বতীপুর, মহিমাগঞ্জ।

প্রসঙ্গত, আবু সাঈদ ২০০১ সালে রংপুরের জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। আবু সাঈদ ছয় ভাই ও তিন বোনের মধ্যে সে সবার ছোট।

কোটা সংস্কারে ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই রংপুরে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নিহত হন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন জোরদার হয়। একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামে।

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।