Image description

সময় রাত ১২টা ৩০ মিনিট৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে মেশিনের মাধ্যমে চলছে ভোট গণনা৷ এমন সময় কয়েকশ শিক্ষার্থী বিবিএ অনুষদের অডিটোরিয়াম প্রবেশ করে। হঠাৎ করেই তারা ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, দিল্লী না ঢাকা, ঢাকা, ঢাকা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে থাকে৷ এসময় আরও কয়েকশ শিক্ষার্থী স্লোগানের তালে সেখানে যোগ দেয়।

জানা গেছে, বিকাল চারটায় ভোটগ্রহণ শেষ হলেও বিকাল পাঁচটা থেকে ভোট গণনা শুরু হয়৷ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে মেশিনের মাধ্যমে ভোট গণনা হচ্ছে। তবে সংশ্লিষ্ট প্রার্থীদের এজেন্ট ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ভোট গণনা করায় ধীরে ধীরে ভোট গুণতে হচ্ছে দায়িত্বরত শিক্ষকদের। জানা যায়, রাত ২টা থেকে আড়াইটায় ভোটের ফলাফল ঘোষণা হতে পারে৷

এর আগে সন্ধ্যায় ছয়টায় শিবির প্যানেল সংবাদ সম্মেলন করে নানা ধরণের অভিযোগ আনেন। পরে ছাত্রদল প্যানেল সংবাদ সম্মেলন করে শিবির ও ছাত্রী সংস্থার বিরুদ্ধে নানারকম অভিযোগ তোলে৷ কিন্তু রাত বাড়তেই বিশ্ববিদ্যালয়ের বাইরে এক নম্বর গেইটে বিএনপি ও জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়৷ এসময় তারা মারমুখী অবস্থান নেয়।

তবে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সিঁড়িতে রাত আটটা থেকে ইসলামী গান ও দেশাত্মবোধক গানে ভোট গণনা কেন্দ্র পাহারা দিতে শুরু করে৷ পরে ছাত্রদল ও পাশাপাশি এসে অবস্থান নিলেও গানের কর্মসূচি দেয়নি৷ রাত এগারোটা থেকে শিবির ও ছাত্রদল একইসাথে গানের কর্মসূচি শুরু করে। দুই পক্ষ পাশাপাশি অবস্থান নিলেও কোন ধরনের মারমুখী আচরণ দেখা যায়নি৷ কখনও ছাত্রদল কখনও শিবির স্লোগান দিতে থাকে।

রাত সাড়ে বারোটার দিকে শিক্ষার্থীরা বিবিএ অনুষদের অডিটোরিয়ামে জড়ো হতে থাকে৷ এসময় তারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে স্লোগান দিতে থাকে৷ এতে উত্তাল হয়ে ওঠে পুরো বিবিএ। শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রদলও একটি মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চাকসু ভবনের দিকে যাচ্ছে।