Image description

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সৌমিত্র দে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল নগরীর চকবাজার সংলগ্ন মুড়ির পট্টিতে এ ঘটনা ঘটে।

সহপাঠীরা জানান, আহত অবস্থায় সৌমিত্রকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

ভুক্তভোগী সৌমিত্র দে বলেন, চকবাজারের একটি চশমার দোকান থেকে চশমা কিনে বের হই। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ে আমাকে বলে, সামনে অন্ধকার, একটু এগিয়ে দিতে। আমি তাকে এগিয়ে দিতে মুড়ির পট্টির ভেতরে যাই। গলির মধ্যে হঠাৎ ৩ জন এসে গলায় চাকু ধরে বলে, যা আছে বের কর।

মেয়েটি তখন পাশে দাঁড়িয়ে ছিল। 
আমি বাধা দিলে তারা চেইন বের করে বেধড়ক মারধর শুরু করে। মুখে কিল-ঘুষি মারলে চোখের নিচ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে তারা মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে আমাকে রাস্তায় ফেলে রেখে চলে যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।