পোষাক নিয়ে সমালোচনাকারীদের জবাব দিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী ও মডেল বীনা মালিক। একজন নারী স্কার্ট পরলে কেন ‘ইসতেগফার’ পড়তে পারবেন না এমন প্রশ্নও তুলেছেন তিনি।
সম্প্রতি তিনি একটি পডকাস্টে অংশ নিয়ে বীনা মালিক ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পোশাকের কারণে সমালোচনার জবাবে বীনা মালিক বলেন, ‘আমি দেখাই না, কিন্তু আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক খুবই মজবুত। আমি স্কার্ট কেন পরি তা নিয়ে ট্রল হয়, তো স্কার্ট পরলে কি আমি ‘ইসতেগফার’ পড়তে পারব না?
বীনা মালিক বলেন, আমি আমার ধর্মের বিষয়ে পড়াশোনা করেছি, পবিত্র কুরআন পড়ি।আমি শুধু সব তরুণকে, এমনকি সব ধর্মের মানুষকেও বলতে চাই, কেউ যদি কুরআন পড়ে, সে জানে কীভাবে জীবন যাপন করতে হয়।কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনার কী করা উচিত।
পডকাস্টে বীনা মালিক তার জীবনের রহস্যময় পুরুষ শাহরিয়ারের বিষয়েও কথা বলেন। অভিনেত্রী বলেন, শাহরিয়ার আর আমি গত চার মাস ধরে কথা বলছি, কিন্তু আমার প্রতি শাহরিয়ারের ভালোবাসার বয়স ১৫-১৬ বছর, তার বয়স ৩০ বছর।
বীনা মালিক ২০১৩ সালে দুবাইয়ে ব্যবসায়ী আসাদ বশির খাট্টাককে বিয়ে করেছিলেন। তাদের দুটি সন্তানও রয়েছে। তবে বনীবনার অভাবের ৩ বছর পরে এ সম্পর্কের বিচ্ছেদ ঘটে।
পাকিস্তানের জনপ্রিয় এ অভিনেত্রী ভারতেও কাজ করেছেন। ২০১০ সালে বীনা মালিক ভারতে যান এবং কয়েক বছর সেখানে অবস্থানও করেছিলেন।
জিও নিউজ উর্দু