Image description

রাজকুমার হিরানী পরিচালিত বলিউড সিনেমা থ্রি ইডিয়টস মুক্তি পায় ২০০৯ সালে। মুক্তির পরপরই বিপুল জনপ্রিয়তা পাওয়া এই সিনেমার একটি দৃশ্য এখনও দর্শকদের মনে গেঁথে আছে। বিশেষ করে প্রতিবছর ৫ সেপ্টেম্বর এলে দৃশ্যটি নতুন করে ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

সিনেমাটির দর্শকরা জানেন, অমি বৈদ্য অভিনীত ‘সাইলেন্সার’ চরিত্রটি কংক্রিটের দেয়ালে ‘৫ সেপ্টেম্বর’ লিখে রাখেন। সেটিই হয়ে ওঠে আইকনিক মুহূর্ত। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগে— তারিখটি কেন লেখা হয়েছিল?

সিনেমার গল্পে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিবসে ভুলভাল বক্তৃতা দিয়ে হাসির খোরাক হন সাইলেন্সার। পরে তিনি র‍্যাঞ্চো দাসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানান, ১০ বছর পর অর্থাৎ ৫ সেপ্টেম্বর তিনি আরও সফল হয়ে ফিরবেন। সেই চ্যালেঞ্জের দিনটিকেই দেয়ালে লিখে রাখেন তিনি।

প্রসঙ্গত, ভারতে প্রতিবছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এদিন। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ১৯৬২ সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর তার ছাত্ররা জন্মদিন পালনের প্রস্তাব দিলে তিনি বলেন— জন্মদিন আলাদাভাবে না করে যদি এদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তবে সেটিই হবে প্রকৃত সম্মান। সেই থেকেই ভারতে দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

থ্রি ইডিয়টস সিনেমার মূল তিন চরিত্র—র‍্যাঞ্চো দাস, ফারহান কুরেশি ও রাজু রাস্তোগি চরিত্রে অভিনয় করেছেন আমির খান, আর মাধবন ও শারমান যোশি।