
বর্তমানে সারাদেশে আলুর দাম কমে যাওযায় সরকার টিসিবির মাধ্যমে কিছু আলু বিক্রির পরিকল্পনা নিয়েছে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এ কথা বলেন।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আক্কেলপুরের গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ে হেলিকপ্টার যোগে নামেন। এরপর তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
এরপর বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মোর্তুজাপুর গ্রামে জুমার নামাজ শেষে তার শ্বশুরের কবর জিয়ারত করেন। এরপর গোপীনাথপুর হিমাগারে তিনি দুপুরের খাবার শেষ করেন। এটি তার পারিবারিক সফর।