Image description
 

সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বন্ধুত্ব একসময় খুব ভালো ছিল, কিন্তু এখন তা শেষ হয়ে গেছে। তিনি বলেছেন, ব্যক্তিগত সম্পর্ক সাময়িক সুবিধা দিতে পারে, কিন্তু কোনো খারাপ পরিস্থিতি থেকে রক্ষা করতে পারবে না।

 

ভারত-মার্কিন সম্পর্ক দুই দশকের মধ্যে সবচেয়ে নাজুক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি ও নয়াদিল্লির প্রতি ক্রমাগত সমালোচনা এই সংকট আরও গভীর করেছে।

বোল্টন ব্রিটিশ গণমাধ্যম এলবিসি-কে জানিয়েছেন, ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ককে ব্যক্তিগত বন্ধুত্বের চোখে দেখেন। উদাহরণ হিসেবে, তার যদি পুতিনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, তিনি মনে করেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কও ভালো। কিন্তু বাস্তবে তা নয়।

 

তিনি আরও জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের কারণে ভারত-মার্কিন সম্পর্ক পিছিয়ে গেছে। এতে মোদি রাশিয়া ও চীনের দিকে আরও ঝুঁকেছেন। বোল্টনের মতে, বেইজিং নিজেকে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের বিকল্প শক্তি হিসেবে উপস্থাপন করছে।

 

উল্লেখ্য, সম্প্রতি বোল্টনের মেরিল্যান্ডের বাড়ি এবং ওয়াশিংটনের অফিসে এফবিআই তল্লাশি চালিয়েছে। গোপন নথি ব্যবহারের অভিযোগে এই ফৌজদারি তদন্ত পরিচালিত হচ্ছে।