Image description
আর্জেন্টিনার জার্সি পরে আনসার সদস্য। | আর্জেন্টিনার জার্সি পরে আনসার সদস্য।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় বন্দুক হাতে আর্জেন্টিনার জার্সি গায়ে এক ব্যক্তিকে গুলি ছুড়তে দেখা যায়। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়।

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। 

আর্জেন্টিনার জার্সি পরিহিত ব্যক্তির গুলি ছোঁড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি নিয়ে জানা গেছে, আর্জেন্টিনার জার্সি পরেই বিএনপি কার্যালয়ে অ্যাকশনে যায় পুলিশ। বিকেল সোয়া ৪টার দিকে পুলিশ নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, নয়াপল্টনের একটি বাড়ির গেটের সামনে পুলিশের একটি ভ্যানের আড়াল থেকে শর্টগান থেকে গুলি ছুড়ছেন একজন। তার মাথায় নীল হেলমেট, গায়ে আর্জেন্টিনার জার্সি। এ সময় তার পাশ থেকে পুলিশের পোশাক পরা দুজনকে একসঙ্গে গুলি করতে দেখা গেছে।

তবে জার্সি পরা ব্যক্তিটি যে স্থানে দাঁড়িয়ে গুলি করছিল সেটি পল্টন মডেল থানার গেট।

আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তিটি সম্পর্কে জানতে চাইলে নয়াপল্টনে নিরাপত্তায় নিয়োজিত একজন পুলিশ কর্মকর্তা বলেন, জার্সি পরা ব্যক্তিটি কে—আমরা বলতে পারছি না।

সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত আহত ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিতে মকবুল হোসেন নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় পুলিশের প্রায় ৫০ জন সদস্য আহত হন বলে জানান ডিবি প্রধান হারুন অর রশিদ। এ সময় নয়াপল্টন এলাকা থেকে প্রায় ৩০০ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।