Image description

দেশের বাজারে সোনার আরও কমেছে। রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই ঘোষণা দিয়েছে। এতে ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৩৮ টাকা কমানো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ২ লাখ সাত হাজার ৯৫৭ টাকা (প্রতি ভরি)। এতদিন যা ছিল ২ লাখ ৮ হাজার ৯৯৫ টাকা।

আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) এই দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লক্ষ ৯৮ হাজার ৪৯৮ টাকায়। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৭০ হাজার ১৪৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৪৯৬ টাকা।