
সব মামলায় খালাস পাওয়ার পর কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ১৭ বছর কারাবাসের পর আজ বৃহস্পতিবার দুপুরে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন। তার মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ঢল নেমেছে।
নেতার মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে অবস্থান করেছেন স্বজন ও নেতাকর্মীরা। কারামুক্তির পর কারা ফটক থেকে তাকে বরণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা।
দলীয় পতাকা হাতে সকাল থেকেই নেতাকর্মীরা দলে দলে কারাগারের সামনে আসতে শুরু করেন। হাজার হাজার নেতাকর্মীর আগমনে ঢল নামে।
গত মঙ্গলবার চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজন খালাস পান। প্রায় সাড়ে ১৭ বছর আগে গ্রেপ্তার বিএনপি’র এই নেতার বিরুদ্ধে এটিই ছিল সর্বশেষ মামলা। এ মামলায় খালাসের পর তার এখন মুক্তি পেতে কোনো বাধা নেই।
বিস্তারিত আসছে...