Image description
স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নাতাশা পিয়ার্স মুসার। | ইএফই

স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন নাতাশা পিয়ার্স মুসার। নাতাশা পেশায় একজন সাংবাদিক ও উকিল। তিনি স্লোভেনিয়াতে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পের উকিল ছিলেন তিনি।

নির্বাচন কমিশন জানিয়েছে, ‘সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানজে লোগারকে হারিয়ে এই জয় লাভ করেন নাতাশা। পিয়ার্স মুসার নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পান।অন্যদিকে লোগার পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। স্লোভেনিয়ার ২০ লাখ জনসংখ্যার মধ্যে ভোট দিয়েছেন ৪৯.৯ শতাংশ মানুষ।’

জয় লাভের পর পিয়ার্স মুসার বলেন, স্লোভেনিয়া এমন একজন প্রেসিডেন্ট নির্বাচন করেছে যিনি ইউরোপীয় ইউনিয়নের গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে।যে মূল্যবোধের ওপর ভিত্তি করে ইউরোপীয় ইউনিয়নে প্রতিষ্ঠা হয়েছিলো।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তরুণরা এখন আমাদের পৃথিবীকে ভালো রাখার দ¦ায়িত্ব নিয়েছে। এত আমাদের ভবিষ্যত প্রজন্ম  পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারবে।

প্রেসিডেন্টর ভূমিকা সব সময় আনুষ্ঠানিক হলেও পিয়ার্স মুসার সশস্ত্র বাহিনির প্রধান কমান্ডার, সেন্ট্রাল ব্যাংকের গভর্নরসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক দ্বয়িত্ব পালন করবেন।

ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন মেলেনিয়া ট্রাম্পের উকিল হিসেবে কাজ করেছেন পিয়ার্স মুসার।  ২০১৬ সালে পিয়ার্স মুসার ও মেলেনিয়া ট্রাম্প সুুজি নামের একটি ম্যাগাজিনের বিরুদ্ধে মামলা করেন। ওই ম্যাগাজিনে মডেলিংয়ে আসার আগে মেলিনিয়া ট্রাম্পের আগের কর্মজীবন নিয়ে লেখা হয়। পরবর্তীতে আদালতের বাইরে এই মামলার মিমাংসা করা হয়।

/এমএইচ/