Image description

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে নেতৃত্ব দেওয়ার ব্যয়বহুল প্রতিযোগিতায় অর্থায়ন করার জন্য নগদ অর্থে ভরপুর প্রযুক্তি জায়ান্টরা ঋণের দিকে ঝুঁকছে, এরই মধ্যে ফেসবুকের মূল সংস্থা মেটা বৃহস্পতিবার ৩০ বিলিয়ন ডলার ঋণ সংগ্রহ করেছে।

ত্রৈমাসিক আয়ে হতাশাজনক ফল প্রকাশের কারণে ফেসবুকের মূল সংস্থা মেটার শেয়ারের দাম কমে যাওয়ার পরেই জানা যায়, এই সামাজিক নেটওয়ার্কিং টাইটানের বন্ডের চাহিদা সরবরাহের চেয়ে চার গুণ বেশি ছিল।

কয়েক দশকের মধ্যে পরিশোধের জন্য নির্ধারিত এই ৩০ বিলিয়ন ডলারের বন্ডের লক্ষ্য হলো এআই উন্নয়নের বেপরোয়া গতি বজায় রাখার জন্য অর্থ সরবরাহ করা, যা বর্তমানে এই ক্ষেত্রটিকে সংজ্ঞায়িত করছে।

সিএফআরএ রিসার্চের সিনিয়র ইক্যুইটি বিশ্লেষক অ্যাঞ্জেলো জিনো বলেন, ‘মনে হচ্ছে (মার্ক) জুকারবার্গের খরচের ক্ষেত্রে কোনো সীমা নেই।

জিনো উল্লেখ করেন, মেটা বছরে ১০০ বিলিয়ন ডলারের বেশি আয় করে এবং ওয়াল স্ট্রিট জুকারবার্গের খরচ নিয়ে উদ্বিগ্ন হলেও ঋণ পরিশোধ না হওয়ার ঝুঁকি খুবই কম দেখে। তিনি আরো বলেন, ‘(তবে) তারা তাদের সব অতিরিক্ত ফ্রি ক্যাশ ফ্লো ব্যবহার করে সম্পূর্ণরূপে এটিকে এআই-এ বিনিয়োগ করতে পারে না।’

যদি মেটার এআই প্রতিদ্বন্দ্বী গুগল এবং মাইক্রোসফটও একই ধরনের ঋণ গ্রহণের পদক্ষেপ নেয় তাহলে এই বিশ্লেষক অবাক হবেন না বলে জানান।

অন্যদিকে মেটার খরচ নিয়ে শেয়ারহোল্ডারদের উদ্বেগই বৃহস্পতিবার লেনদেনের সময় প্রযুক্তি সংস্থাটির শেয়ারের দাম ১১ শতাংশের বেশি কমিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে ল্যাফার টেংলার ইনভেস্টমেন্টসের ফিক্সড ইনকামের প্রধান বায়রন অ্যান্ডারসন উল্লেখ করেন, কর্পোরেট বন্ডের সুদের হার দশকের সর্বনিম্ন পর্যায়ে থাকা সত্ত্বেও মেটার ঋণ প্রচুর বিনিয়োগকারীকে আকৃষ্ট করেছে।

অ্যান্ডারসন বলেন, ‘এআই বাণিজ্য নিয়ে কি কোনো উদ্বেগ আছে? হয়তো থাকতে পারে। কিন্তু এই কম্পানির রাজস্ব এবং মুনাফা বিশাল।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল সম্পর্কিত এককালীন চার্জ না থাকলে, মেটা তার সম্প্রতি সমাপ্ত ত্রৈমাসিকে ১৮.৬ বিলিয়ন ডলার নিট আয় রেকর্ড করত।

এই পরিমাণ নিট আয় ওই ত্রৈমাসিকে জেনারেল মোটরস, নেটফ্লিক্স, ওয়ালমার্ট এবং ভিসার সম্মিলিত মুনাফার চেয়েও বেশি।