ডেভিড বেকহ্যাম ও ভিক্টোরিয়া বেকহ্যামের জ্যেষ্ঠ পুত্র ব্রুকলিন বেকহ্যাম সম্প্রতি পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানান, বাবা-মা ও তাদের ঘনিষ্ঠ টিম বারবার গণমাধ্যমে তার ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে মন্তব্য করায় তিনি আর কোনো সমঝোতায় যেতে চান না।
ব্রুকলিনের অভিযোগ, তার বাবা-মা দীর্ঘ সময় ধরে তার ও স্ত্রী নিকোলা পেল্টজের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে আসছেন। এমনকি বিয়ের আগ থেকেই এই চাপ শুরু হয়। তিনি বলেন, বিয়ের ঠিক আগে তার মা নিকোলার জন্য তৈরি করা পোশাক বানানো হঠাৎ বন্ধ করে দেন, ফলে নিকোলাকে শেষ মুহূর্তে বিকল্প পোশাকের ব্যবস্থা করতে হয়।
এ ছাড়াও ব্রুকলিন দাবি করেন, বিয়ের কয়েক সপ্তাহ আগে তার বাবা-মা তাকে পারিবারিক পদবি ত্যাগ করতে চাপ দেন এবং এ জন্য প্রলোভন দেওয়ারও চেষ্টা করেন। তিনি আরও জানান, তার মা তাকে ‘অশুভ’ বা ‘ইভিল’ বলে আখ্যা দিয়েছেন।
ব্রুকলিনের ভাষ্য অনুযায়ী, পরিবারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর থেকে তিনি প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে একাধিক আক্রমণের শিকার হয়েছেন। এমনকি তার ছোট ভাইদেরও সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে কথা বলার জন্য উসকানি দেওয়া হয়েছে, যার ফলস্বরূপ ভাইদের সঙ্গে তার যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তারা তাকে ব্লক করে দেয়।
এর আগে ছোট ভাই ক্রুজ বেকহ্যাম দাবি করেছিলেন, ডেভিড ও ভিক্টোরিয়া ব্রুকলিনকে ব্লক করেননি; বরং ব্রুকলিনই তাদের ব্লক করেছেন। ভিক্টোরিয়ার ডিজাইন করা পোশাক পরতে অস্বীকৃতি জানানো নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, ব্রুকলিন সেটিও অস্বীকার করেছেন।
ব্রুকলিনের প্রকাশ্য অভিযোগ এবং পরিবারের সঙ্গে চলমান দ্বন্দ্ব সামনে আসায় বিষয়টি এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।