শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের লিগ পর্ব। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে এখন শুরু হচ্ছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায় প্লে-অফ। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল শিরোপার দৌড়ে মাঠে নামতে প্রস্তুত।
অগামীকল মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। বুধবার (২১ জানুয়ারি) একই ভেন্যুতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার (২৩ জানুয়ারি)।
লিগ পর্ব শেষে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই দু’দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। এই ম্যাচের বিজয়ী সরাসরি ফাইনালে জায়গা করে নেবে।
১২ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে রংপুর রাইডার্স। এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ সিলেট টাইটান্স, যারা ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল।
এলিমিনেটরের বিজয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে। সেই ম্যাচের জয়ী দল পাবে ফাইনালের টিকিট।
এদিকে ৬ পয়েন্ট পাওয়া ঢাকা ক্যাপিটালস ও ৪ পয়েন্ট পাওয়া নোয়াখালী এক্সপ্রেস লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল ফাইনালের সময়সূচিতে পরিবর্তন এনেছে। আগে ঘোষণা অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৭টায় ফাইনাল হওয়ার কথা থাকলেও, এখন ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
রোববার (১৮ জানুয়ারি) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ফাইনালের দিন দুপুরে কোনো ম্যাচ না থাকায় দর্শক ও সম্প্রচার ব্যবস্থার সুবিধার্থে ম্যাচ এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।
প্লে-অফের তিনটি ম্যাচ এলিমিনেটর, প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য নির্ধারিত রিজার্ভ ডে বাতিল করা হয়েছে। তবে ফাইনালের জন্য পরদিন শনিবার রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।
চলতি বিপিএলের সূচিতে একাধিকবার পরিবর্তন আনতে হয়েছে। এর আগে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুই দিনের জন্য খেলা স্থগিত ছিল। এতে নির্ধারিত সূচি ধরে রাখতে চট্টগ্রাম পর্ব বাতিল করা হয় এবং সেখানকার ম্যাচগুলো সিলেটে স্থানান্তর করা হয়।
এরপর ঢাকায় ফেরার পর আবার সূচিতে পরিবর্তন আসে। বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে ক্রিকেটারদের সংগঠন একদিন খেলা বন্ধ রাখার ঘোষণা দেয়। পরবর্তীতে নতুন সূচি প্রকাশ করা হলেও ফাইনালের তারিখ অপরিবর্তিত রাখা হয়। আঁটসাঁট সূচির কারণে তখন রিজার্ভ ডে রাখার সুযোগও ছিল না।
সব বাধা পেরিয়ে এবার শিরোপার মঞ্চ প্রস্তুত। রাজশাহী, চট্টগ্রাম, রংপুর ও সিলেট এই চার দলের মধ্যে কে উঠবে ফাইনালে, আর শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিপিএলের ট্রফি সেদিকেই এখন ক্রিকেটপ্রেমীদের নজর।
প্লে-অফের সূচি
|
তারিখ |
ম্যাচ |
সময় |
ভেন্যু |
|
২০ জানুয়ারি |
এলিমিনেটর (রংপুর-সিলেট) |
বেলা ১টা |
মিরপুর |
|
২০ জানুয়ারি |
১ম কোয়ালিফায়ার (রাজশাহী-চট্টগ্রাম) |
সন্ধ্যা ৬টা |
মিরপুর |
|
২১ জানুয়ারি |
২য় কোয়ালিফায়ার |
সন্ধ্যা ৬টা |
মিরপুর |
|
২৩ জানুয়ারি |
ফাইনাল |
সন্ধ্যা ৬টা |
মিরপুর |